সারাদেশ
দিরাই উপজেলাবাসীকে মঞ্জুর আলম চৌধুরীর ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিরাই উপজেলার সর্বস্তরের নাগরিক ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রকোপের মধ্যে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর আত্মসংযম ও আত্মশুদ্ধির বাণী নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমরা পবিত্র রমজান মাসে করুনাময় আল্লাহ তা’লার সন্তুষ্টি অর্জনের জন্য যে সংযম ও সাধনা করেছি, ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের এক মহাপুরস্কার। পবিত্র ঈদের দিনে বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনামুক্ত করতে আমরা মহান আল্লাহ তা’লার রহমত ও সাহায্য প্রার্থনা করতে সকলকে আহবান জানান তিনি।