সারাদেশ

দিরাই পৌরবাসীকে মাসুক সরদারের ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই পৌরসভার সর্বস্থরের নাগরিকসহ দেশবিদেশের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অনলাইন সংবাদমাধ্যম কলম শক্তি ডটকম প্রধান সম্পাদক মাসুক আহমদ সরদার। ঈদে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বিবৃতিতে মাসুক আহমদ সরদার বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap