বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী জাভেদের ঈদের শুভেচ্ছা

মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবিদেশের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমাগত পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। পবিত্র ঈদুল ফিতরের এই সময়েও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি সরকার প্রতিহিংসা চরিতার্থে ব্যস্ত। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা সরকার অনিশ্চয়তার দিকে টেলে দিয়েছে। যার ফলে জাতীয়তাবাদী শক্তির পরিবারে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। পবিত্র ঈদুল ফিতর সবার মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি। ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসুক সম্প্রীতি ও ভালবাসা। আমাদের আশে পাশে থাকা অসহায় মানুষের পাশে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করি। আমাদের সাথে তাদেরকে শামিল করি ঈদের আনন্দে।