দিরাইয়ে হেফাজত নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :: ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের মোদি বিরোধী আন্দোলনের সময় সহিসংতার ঘটনায় হাটহাজারী থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি মাওলানা আব্দুর রহমান হেলালকে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে দিরাই থানা এলাকার বড় কাপন গ্রামের মাওলানা আব্দুর রহমান হেলালের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদরাসার শিক্ষক। দিরাই থানা পুলিশ জানায়, কয়েকদিন ধরে বাড়িতেই অবস্থান করছিলেন আব্দুর রহমান হেলাল। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই সার্কেল এএসপি আবু সুফিয়ান ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, মাওলানা আব্দুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা রয়েছে। ওই থানায় তাকে পাঠানোর প্রক্রিয়া চলছে।