দিরাই উপজেলা আ.লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার (৭৫) আর নেই। বুধবার দুপুর ১ ঘটিকায় দিরাই পৌর সদরের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ও বিভিন্ন সময়ে দিরাই উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানেও ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ জানাজানি হলে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্র জানায়, আছাব উদ্দিন সরদারের জানাজার নামাজ আজ (বুধবার) বিকাল ৬ টায় দিরাই পৌর শহরের বিএডিসি মাঠে ও আগামীকাল (বৃহস্পতিবার) সকাল তাঁর গ্রামের বাড়ি সাকিতপুরে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি, সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, লুৎফর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।