ফেসবুকে অপপ্রচার, মামলা দায়ের করেছেন মাসুক সরদার
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ সরদারকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে মামলা দায়ের করেছেন তিনি।
এরআগে গত বৃহস্পতিবার (২৭ মে) যুক্তরাজ্য প্রবাসী পীর ফয়সল নামে এক ব্যক্তি তার নিজের ফেসবুক আইডি থেকে মাসুক আহমদ সরদারের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্য লিখে মানহানিকর পোস্ট ছড়িয়ে দেয় । পরে পীর ফয়সলের ওই আপত্তিকর পোস্ট বিভিন্ন নামে-বেনামে আইডি থেকে শেয়ার দিয়ে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দেয়া হয়।
শুক্রবার লন্ডন পুলিশের টেলিফোন এন্ড ডিজিটাল ইনভেস্টিগেশন ইউনিট বরাবর পীর ফয়সল ও শেয়ার প্রদানকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ নং – 4214888/21,
ফেসবুকে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদ জানিয়ে মাসুক আহমদ সরদার বলেন, এই অপপ্রচার ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নৈতিকতাবিরোধী। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের পদবীধারী অপদার্থ দুই একজন নেতার ইন্ধনে তাদের চামচারা এসব অপপ্রচার চালাচ্ছে। এই চক্র আমাকে থামিয়ে দিতে এমন হীন চক্রান্তে জড়িয়েছে। তবে আমি থামবো না। এসব অপপ্রচার আমাকে থামাতে পারবে না। তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে অপপ্রচারের যাবতীয় তথ্য-প্রমাণ নিয়ে আমি পুলিশের দারস্থ হয়েছি।