
নিজস্ব প্রতিবেদক :: করোনার বিদ্যমান পরিস্থিতিতে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় সুনামগঞ্জের দিরাইয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দিরাই পৌর পৌর সদরের বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি, মাস্ক পরিধান, সামাজিক দুরুত্ব নিশ্চিত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ জন রেষ্টুরেন্ট ব্যবসায়ীকে মোট ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।