জাতীয়

প্রয়াত আছাব উদ্দিন সরদার স্মরণে দিরাই শাল্লা তৃনমূল আ.লীগ ইউকে’র শোকসভা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও করিমপুর ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আছাব উদ্দিন সরদার স্মরণে ভার্চুয়াল শোকসভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যস্থ দিরাই শাল্লা তৃণমূল আওয়ামীলীগের উদ্যোগে রবিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দিরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন চৌধুরী চাঁন মিয়ার সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুজ জাহির, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসাইন, আওয়ামীলীগ নেতা সুজাত মনসুর, প্রভাষক ওমর ফারুক, জাহান মিয়া, আব্দুল কাহার, মাহবুব হোসাইন, লন্ডন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল হক চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মিজান সরদার। প্রয়াত আছাব উদ্দিন সরদারের জীবন ও কর্মে আলোকপাত করে সভায় বক্তারা বলেন, আছাব উদ্দিন সরদার ছিলেন আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু। দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও ক্ষমতার দম্ভ তাঁকে স্পর্শ করেনি। নিজের ইউনিয়নের মানুষ ভোট দিয়ে চারবার তাকে প্রতিনিধি নির্বাচিত করেছে। বক্তারা বলেন, আছাব উদ্দিন সরদারের মৃত্যুর প্রায় মাসখানেক অতিবাহিত হলেও দিরাই উপজেলা আওয়ামীলীগ তাঁর স্মরণে কোন কর্মসূচি পালন করেনি। বিষয়টিকে লজ্জা ও বেদনার উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap