দিরাইয়ে ঘুষ নিয়ে তোপের মুখে ফেরত দিল অফিস সহকারী!
মোশাহিদ আহমদ, দিরাই :: সুনামগঞ্জের দিরাইয়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের বেতন থেকে ১হাজার টাকা করে কেটে নেওয়ার পর তোপের মুখে ঘুষের ওই টাকা ফেরত দিয়েছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী যীশু তালুকদার। বুধবার দুপুরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ সেন্টারে ভলান্টিয়ারদের বকেয়া ১০ মাসের মধ্যে ৫ মাসের বেতন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন যীশু তালুকদার। এসময় বেতনের টাকা থেকে অতিরিক্ত ১হাজার টাকা কেটে রাখে সে। অনেকেই মেনে নিলেও বেশ কয়েকজন ভলান্টিয়ার প্রতিবাদ করে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের সাথে যোগ দেয় বাকিরাও। উত্তেজিত ভলান্টিয়াররা স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে।
ভলান্টিয়ার ফারজানা আক্তার বলেন, আমাদের বেতন হইছে প্রতি মাসে মাত্র ৩ হাজার ৬ শ টাকা। ১০ মাস বিগত চলতেছে বেতন পাই না। এখন আমাদের দেয়া হচ্ছে ৫ মাসের বেতন। ৫ মাসে বেতন আসে ১৮ হাজার টাকা। আমাদের দিচ্ছে ১৫ হাজার ২শ টাকা। এরমধ্যে ভ্যাট নাকি ১৮শ টাকা। ফারজানা আক্তার আরও বলেন, ‘যীশু তালুকদার বলতেছে, ‘তারা যে ঢাকা থেকে টাকা আনছে, এর খরচ বাবদ ১ হাজার টাকা কেটে নিচ্ছে। ১৬ হাজার ২শ টাকায় আমাদের স্বাক্ষর নিয়ে দিচ্ছে ১৫ হাজার ২শ। আমরা কয়েকজন এটা মেনে নেইনি, আন্দোলন শুরু করি।
ভলান্টিয়ার দিলাপি রানী দাস বলেন, আমরা জানি ২৫ হাজার টাকার কম বেতন হলে ভ্যাট দেয়া লাগে না। ভ্যাটের বিষয়টি আমরা মেনেও নিয়েছি। তারা আমাদের ভ্যাটের রশিদ দিচ্ছে না। অতিরিক্ত ১ হাজার টাকা নেওয়ায় আমরা আন্দোলন করেছি। পরে আমাদের ৫ সদস্যের প্রতিনিধি দল স্যারের (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) সাথে সাক্ষাৎ করি। স্যার বলেছেন, নির্ধারিত ভ্যাট বাদে প্রত্যেককে ১৬ হাজার ২শ টাকা প্রদান করা হবে। যাদের ১৫ হাজার ২শ টাকা দেওয়া হয়েছে, তাদের বাকি ১ হাজার টাকা স্যারের কাছ থেকে নিয়ে যেতে বলেছেন।
জানা যায়, অফিস সহকারী যীশু তালুকদার মূলত একজন স্বাস্থ্য সহকারী। সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের এক আদেশে তিনি বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর দায়িত্ব পালন করছেন। এরআগেও তিনি একইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার পদে দায়িত্ব পালন করেন। ওই সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দিরাই উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক সম্মিলিতভাবে সুনামগঞ্জের তৎকালীন সিভিল সার্জন লতিফ চৌধুরী বরাবর লিখিত দেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে ক্যাশিয়ার পদ থেকে অব্যাহতি দিলে তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বাস্থ্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন শামস উদ্দিন বলেন, জনবল সংকটের কারণে যীশু তালুকদারকে অফিস সহকারীর দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।