জাতীয়
দিরাইয়ে লকডাউনে দোকান খোলা রাখায় জরিমানা
প্রতিনিধি, দিরাই :: করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশায় বৃহস্পতিবার (১জুলাই) থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন চলছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে কঠোর লকডাউনে সুনামগঞ্জের দিরাইয়ে দোকান খোলা রাখার দায়ে ৫ দোকান মালিককে ৪হাজার ২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর শহরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান কালে দিরাই পুর্ব বাজারের একটি গোডাউন থেকে প্লাস্টিকের তৈয়ারি বিপুল পরিনাণ মাছ ধরার ছাঁই উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।