কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপি’র সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আব্দুল কাইয়ুম চৌধুরী’র মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী আব্দুল কাইয়ুম চৌধুরী দিরাই উপজেলা বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন সৎ ও সজ্জন মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম আব্দুল কাইয়ুম চৌধুরী’র শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যুশোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
উল্লেখ্য, দিরাই পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম চৌধুরী’র পিতা আব্দুল কাইয়ুম চৌধুরী গত বুধবার ইন্তেকাল করেন।