দিরাইয়ে করোনায় একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে করোনা আক্রান্ত হয়ে খোদেজা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের রশিদ মিয়ার স্ত্রী। শনিবার দুপুরের দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজিয়া মানালুল ইসলাম করোনায় খোদেজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হলে অক্সিজেন সহ চিকিৎসা দেওয়া হয়। উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে অ্যান্টিজেন টেষ্টে তার করোনা শনাক্ত হয়। তবে রিপোর্ট পাবার কিছুক্ষণ আগেই তিনি মারা যান। দিরাই হাসপাতাল সূত্রে জানা যায়, দেশে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণের উর্ধ্বগতির শুরু থেকেই দিরাইয়ে উদ্বেগজনকভাবে প্রতিদিনই একাধিক করোনা রোগী শনাক্ত হচ্ছে। করোনার দ্বিতীয় পর্যায়ে এ পর্যন্ত দিরাইয়ে ৪৪ জনের করোনা শনাক্ত হয় এবং ১ জন মারা যান।