শাল্লায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে যুবলীগ নেতা
কলম শক্তি ডেস্ক :: সুনামগঞ্জের শাল্লায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শাল্লা থানার পাশের রাস্তায় সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।
আহত শাহ আলী ওই থানার উপপরিদর্শক (এসআই)। তিনি জানান, এক আসামিকে আটক না করায় তার ওপর হামলা চালানো হয়েছে। শাহ আলী বলেন, ‘শাল্লায় কয়েক দিন আগে এক যুবক বিতর্কিত ও উসকানিমূলক একটি স্ট্যাটাস দিলে এলাকার মুসলিম জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি আমরা মীমাংসা করে দিলেও ওই যুবকের ভাই এলাকার ১২-১৩ জনকে বিবাদী করে শাল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই জিডিতে দেয়া আসামিদের গ্রেপ্তার করতে আমাকে চাপ দিয়ে আসছিলেন তারা। কিন্তু বিজ্ঞ আদালতের নির্দেশ না থাকায় আমি আসামি গ্রেপ্তার করিনি। তাই ধারণা করছি, এ কারণে ওই যুবক আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন।’ শাহ আলী বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় থানার পাশের রাস্তায় ওই যুবক ও তার সহযোগীরা দা, লোহার রড ও পাইপ নিয়ে তার ওপর হামলা চালান। চিৎকারে আশপাশের লোকজন ও থানার পুলিশ সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। আহত শাহ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নাইন্দা গ্রাম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
শাল্লা থানা পুলিশ সূত্রে জানা যায়, হামলার ঘটনায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে প্রধান আসামী করে মোট ৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অপুর বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘অফিসার ইনচার্জ অনুপস্থিত ছিলেন, আক্রমণের শিকার এসআই শাহ আলী ওই দিন দায়িত্বে ছিলেন। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি এবং আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’