দিরাইয়ে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুরুদ্দিন আহমদ বলেছেন, দেশ আজ চতুর্মুখী সংকটের সম্মুখীন। বর্তমান সরকারের নানামুখী দুর্নীতির কারণে দেশের প্রতিটি মানুষ জুলুমের শিকার। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও অর্থনৈতিক সংকটে দেশের বেহাল দশা। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে মজলুম আলেমদের মুক্তি না দেয়া হলে দেশের অবস্থা আরো ভেঙ্গে পড়বে। শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস দিরাই উপজেলা শাখার আয়োজনে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিরাই বাজার জামে মসজিদ থেকে মিছিলটি বের প্রধান সড়ক ঘুরে থানা পয়েন্টে সমাবশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, কারাবন্দী আলেমদেরকে বন্দী করে তাদের পরিবার এবং স্বজনদের থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এর জন্য সরকারকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তাদেরকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিয়ে আল্লাহর গজব থেকে দেশ এবং দেশবাসীকে রক্ষা করতে হবে। যদি তাদেরকে দ্রুত মুক্তি না দেওয়া হয়, জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় ঘন্টা বাজাবে।
খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল খালিক এর সভাপতিত্বে ও মাওলানা মুস্তাফিজুর রহমান রাজুর পরিচালনায় সনাবেশে আরও বক্তব্য রাখেন, মাওলানা সিরাজুল হক, মাওলানা হোসাইন সরওয়ার, মাওলানা এবিএম নোমান, মাওলানা আমিরুল হক, মাওলানা আসাদ আহমদ, হাফিজ ইয়াহইায়া বিন হাবীব, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।