দিরাই উপজেলাবাসীকে মোহন চৌধুরীর ঈদুল আজহা’র শুভেচ্ছা
দিরাই উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারাক জানিয়েছেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী ও যুবলীগ নেতা মোহন চৌধুরী।
এক বাণীতে মোহন চৌধুরী বলেন , লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আবারও এসেছে ঈদুল আজহা। কুরবানি আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
তিনি বলেন, উৎসবের আমেজ অনেকটাই ম্লান করে দিয়েছে করোনা আতঙ্ক। হাজার হাজার মানুষের প্রাণ গেছে এ ভাইরাসে। মৃত্যুর এই মিছিল অব্যাহত। সরকারী হিসেবে মৃত্যুবরণ করেছে প্রায় ১৮ হাজার। আক্রান্ত হয়েছেন অন্তত ১১ লাখ মানুষ। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো অনেক বেশি। করোনা ভাইরাসে স্বজনহারা মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানাই।
হযরত ইব্রাহীম (আঃ) এর ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতি বছর কুরবানি করে থাকে। তবে আল্লাহর পথে ত্যাগই ঈদুল আজহার প্রধান শিক্ষা। পশু জবেহ করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য।
সবার জন্যে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।