করোনা মুক্ত হয়ে বাসায় ফিরেছেন মুকুট, জানালেন কৃতজ্ঞতা
নিজস্ব প্রতিবেদক :: করোনা আক্রান্ত হয়ে ১০ দিন ঢাকার শিকদার হাসপাতালে চিকিৎসা শেষে আজ সোমবার (২৫ জুলাই) বাসায় ফিরেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। দ্বিতীয়বার টেস্টে আজ তাঁর করোনা নেগেটিভ এসেছে। নুরুল হুদা মুকুটের অসুস্থ হওয়ার খবরে সুনামগঞ্জ জেলার প্রতিটি এলাকায় দলমত, ধর্ম নির্বিশেষে সবাই সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। তাঁর সুস্থতার জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়, মসজিদ, মাদ্রাসা ও বাড়িতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের বিভিন্ন এলাকার মন্দিরগুলোতেও তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া ইংল্যান্ড ও মধ্যপ্রাচ্যে বসবাসরত বাঙালি কমিউনিটির আয়োজনেও খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত হয়। নুরুল হুদা মুকুট সুনামগঞ্জবাসীর এমন ভালোবাসায় অভিভূত। বাসায় ফিরে আবেগাপ্লুত মুকুট বলেন, সুনামগঞ্জবাসীর দোয়া, নিঃস্বার্থ ভালোবাসা ও আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরেছি। আমার এই দুঃসময়ে আপনারা যেভাবে আমি ও আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাহস যুগিয়েছেন, আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।সকলের দোয়া কামনা করে নুরুল হুদা মুকুট বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পড়ে বের হবেন।আল্লাহ যেনো সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন।