জাতীয়

দিরাইয়ে ৯টি ইজিবাইক থেকে ২৯ ব্যাটারি চুরি

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে ৯ টি ইজিবাইক থেকে ২৯ টি ব্যাটারি চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত গভীর রাতে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকায় মির্জা হোসেন তালুকদারের গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে মির্জা হোসেন তালুকদার বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, দিরাই দাউদপুর এলাকায় ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন পার্শ্ববর্তী রাধানগর গ্রামের বাসিন্দা মির্জা হোসেন তালুকদার। বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা ইজিবাইক রেখে যান। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মির্জা হোসেন গ্যারেজ তালাবদ্ধ করে সংলগ্ন বাসায় ঘুমিয়ে পড়েন । পরদিন (আজ শুক্রবার) ভোর ৫ টার দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন।

 
মির্জা হোসেন তালুকদার বলেন, গ্যারেজের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মোট ১৬ টি ইজিবাইক ছিল। এরমধ্যে ৯ টি ইজিবাইক থেকে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার টাকা মুল্যের ২৯ টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।

ইজিবাইকের মালিক ফুল মিয়া, এজলাস হোসেন, কামরুল, সুরুজ, রেজু, বাদশা, কয়সর, রফিক বলেন, ধারদেনা করে ইজিবাইক কিনেছি। একমাত্র উপার্জনের মাধ্যম ইজিবাইক। এর আয় দিয়ে পরিবারের লোকদের ভরণপোষণ করি। আমরা খুবই বিপদে পড়ে গেলাম।


দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ইজিবাইকের ব্যাটারি চুরির বিষয়ে অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হওয়া ব্যাটারি উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap