যুক্তরাজ্যে গ্রেটার বড়লেখা এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি :: গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে (রেজি : ১৩৫১৪৩৯৬) এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্য রাত সময় ৮ টায় লন্ডনের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আহমেদ হোসেন চৌধুরী নাজিম। সুফিয়ান আহমদের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস’র সম্মানিত মেয়র জন বিগস্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস স্পিকার স সাব্বিনা আক্তার, সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতা, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন, টাওয়ার হ্যামলেটস’র কাউন্সিলর মতিনুজ্জামান, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশনের সভাপতি শাহিন ইকবাল, কমিউনিটি ব্যক্তিত্ব ফরিজ আলী, আঃ আহাদ, বড়লেখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সভায় গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের নতুন কার্যকরী কমিটির সভাপতি শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফা কামাল, কোষাধ্যক্ষ সালাউদ্দিন সুমন সহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।