বাংলা ক্লাব অস্ট্রিয়া’র বনভোজন

অস্ট্রিয়া সংবাদদাতা:: অষ্ট্রিয়া কমিউনিটির সুপরিচিত সংঘটন “বাংলা ক্লাব অষ্ট্রিয়ার ” পক্ষ থেকে রবিবার বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। অষ্ট্রিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র নয়া সিদলার সীতে। সংগঠনের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক দুলাল ভূইয়া এবং ক্লাব সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। বনভোজন উপলক্ষে বিভিন্নরকম দেশীয় খেলাধুলার অনুষ্ঠিত হয় । মহিলাদের সুই সুতা দৌড়, বালিশ বদল,বাচ্চাদের বিস্কুট দৌড়, পুরুষদের জন্য লুঙ্গি দৌড়, র্যাফাল ড্র।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্লাব সদস্য মাইদুল মিয়া, শহীন ভুইয়া,শাহীন চৌধুরী এস এ এম রানা,প্রোসেন শাহরিয়ার, জামাল উদ্দিন, ওয়াসিউজ্জামান জাবেদ,মেহেদী হাসান,মিরাজ হক,আরিফ রায়হান, মোঃআলী,তয়ন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন কউনিমিটি নেতা মুস্তাফিজুর রহমান সুমন, আতাউর রহমান, জামান,টুটুল, তারেক হাসান, মাসুদ প্রমুখ।