আন্তর্জাতিক

বাংলা ক্লাব অস্ট্রিয়া’র বনভোজন

অস্ট্রিয়া সংবাদদাতা:: অষ্ট্রিয়া কমিউনিটির সুপরিচিত সংঘটন “বাংলা ক্লাব অষ্ট্রিয়ার ” পক্ষ থেকে রবিবার বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। অষ্ট্রিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র নয়া সিদলার সীতে। সংগঠনের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক দুলাল ভূইয়া এবং ক্লাব সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। বনভোজন উপলক্ষে বিভিন্নরকম দেশীয় খেলাধুলার অনুষ্ঠিত হয় । মহিলাদের সুই সুতা দৌড়, বালিশ বদল,বাচ্চাদের বিস্কুট দৌড়, পুরুষদের জন্য লুঙ্গি দৌড়, র‍্যাফাল ড্র।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্লাব সদস্য মাইদুল মিয়া, শহীন ভুইয়া,শাহীন চৌধুরী এস এ এম রানা,প্রোসেন শাহরিয়ার, জামাল উদ্দিন, ওয়াসিউজ্জামান জাবেদ,মেহেদী হাসান,মিরাজ হক,আরিফ রায়হান, মোঃআলী,তয়ন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন কউনিমিটি নেতা মুস্তাফিজুর রহমান সুমন, আতাউর রহমান, জামান,টুটুল, তারেক হাসান, মাসুদ প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap