শাল্লার ওসি নূর আলম ক্লোজড
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের শাল্লা থানার বিতর্কিত ওসি মোঃ নূর আলমকে ক্লোজড করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম স্বাক্ষরিত তাঁর কার্যালয়ের ১২আগষ্ট তারিখের ৩৮৭/২০২১ নং আদেশে ওসি মো. নুর আলমকে ক্লোজড করে একই রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে সংযুক্তির নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম স্বাক্ষরিত
৯৪৫/সি নং স্মারকে একই তারিখে ওই ওসিকে রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে
যোগদানের জন্য শাল্লা থানার সিনিয়র এসআই(নিরস্ত্র) এর কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ছাড়পত্র গ্রহণের জন্য আদেশ দেয়া হয়েছে।
এবিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুঠোফোনে শাল্লার ওসি মোঃ নুর আলমকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এরআগে সুনাগঞ্জের শাল্লায় সন্ত্রাসী হামলায় পুলিশের এসআই শাহ আলীকে হত্যাচেষ্টার ঘটনায় স্থানীয় ওসি নুর আলম ও হামলার হোতা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর ফোনালাপ ফাঁসের ঘটনা নিয়ে দৈনিকে শ্যামল সিলেটে সর্বপ্রথম সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তদন্তে সিলেটের ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা’র নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পর গত বুধবার শাল্লা সদরে সরজমিন তদন্তকাজ সম্পন্ন করে কমিটি।