দিরাইয়ে জাতীয় শোক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দিরাই থানা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্ব স্ব প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
উপজেলা প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে এসময় এক মিনিটি নীরবতা পালন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে বৃক্ষ রোপন শেষে সাড়ে ১১ টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির জনকের জীবনী নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ইউএনও মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন সূত্রধর, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, ওসি মো. আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।
এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘরে বসবাসকারী ৫শ ৪৬ পরিবারের ঘরে ঘরে উপস্থিত হয়ে তাদের হাতে খাবার তুলে দেন ইউএনও মাহমুদুর রহমান ও এসিল্যান্ড মাখন সূত্রধর।
এছাড়া বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মসজিদগুলোতে বিশেষ দোয়া এবং স্থানীয় এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
সন্ধ্যায় ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।