রাজনীতি

দিরাইয়ে আ’লীগের দু’পক্ষের পৃথকভাবে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :: বিনম্র শ্রদ্ধা ও নানান কর্মসুচীর মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিরাই উপজেলা আওয়ামীলীগের বিবদমান দুই গ্রুপ পৃথকভাবে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

রোববার সকাল ৭ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১০ টায় স্থানীয় এমপি ড. জয়া সেনগুপ্তার অনুসারী আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভেকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, তাহের সরদার, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের অপর অংশ সকাল সাড়ে ৭ টায় লঞ্চঘাট রোডের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে। বেলা সাড়ে ১০ টায় বিশাল র‍্যালি সহকারে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। এরপর বেলা ১১ টায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামীলীগ নেতা মজির উদ্দিনের সভাপতিত্বে ও দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মহাজন সমিতির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য শংকর রায়, মংলা মিয়া, আওয়ামীলীগ নেতা ও দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী, এরশাদ মিয়া, দিরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই সরকারি কলেজের সাবেক জিএস নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয় প্রমুখ।
আলোচনা সভা শেষে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap