সারাদেশ

শাল্লায় দুই শিশুপুত্রকে নিয়ে বিষপানে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক –

সুনামগঞ্জের শাল্লায় দুই শিশুপুত্রকে নিয়ে মা বিষপান করেছে। এ ঘটনায় দুই শিশুপুত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মায়ের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে। স্থানীয়রা জানান, ভোরবেলা সুলতানপুর গ্রামের শামছুল হক জীবিকার তাগিদে হাওরে মাছ ধরতে যান। তার অনুপস্থিতিতে স্ত্রী আখিয়া বেগম (২৮), ছেলে সিয়াম (১০) ও রবিউল (৬)কে নিয়ে বিষপান করেন। বিষে আক্রান্ত তিনজনের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক
তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শাল্লা
থেকে দিরাই উপজেলা সদরে যাওয়ার পথে আখিয়া বেগমের মৃত্যু হয়। সিয়াম ও রবিউল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ভূইয়ার বলেন, সকাল ১০টার দিকে মা ও দুই শিশুপুত্রকে হাসপাতালে নিয়ে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দিরাই যাওয়ার পথে আখিয়া বেগম নিস্তেজ হয়ে পড়লে তাকে পুনরায় শাল্লা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, একই পরিবারের তিন জনের বিষপানের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ গিয়ে মৃত আখিয়া বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap