দিরাইয়ে পানিতে তলিয়ে শিশু নিখোঁজ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীতে তলিয়ে সুমাইয়া নামে ৯বছর বয়সী এক শিশুকন্যা নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রাম সংলগ্ন কালনী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সর্বাত্মক চেষ্টা চালিয়েও নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে পারেনি।
জানা যায়, গত বুধবার বিবাহ অনুষ্ঠান উপলক্ষে টুক দিরাই গ্রামে তার নানা মৃত ঈমান আলীর বাড়িতে বেড়াতে আসে সুমাইয়া। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে আরও দুই মেয়ের সাথে নদীতে গোসল করতে যায় সুমাইয়া। এ সময় পানিতে নেমে তলিয়ে যায় সে। সঙ্গীয় মেয়েরা বাড়িতে খবর দেয়। স্থানীয় লোকজন উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সুমাইয়াকে উদ্ধারে চেষ্টা চালায়।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার বলেন, আমরা নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে চেষ্টা করেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।