জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী জমিরুল হকের মতবিনিময় সভা

জগন্নাথপুর প্রতিনিধি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধ্যা ৭টায় প্রার্থীর নিজ বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি তিলক পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মুরব্বি ও যুব সমাজ আয়োজন করেন ।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হক এলাকাবাসীর সমর্থন চেয়ে বলেন, আপনাদের সহযোগিতায় একটি আদর্শ ইউনিয়ন গড়াই আমার নির্বাচনী অঙ্গিকার। আমি নির্বাচনে বিজয়ী হলে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের সেবা করে যাব।
সভায় উপস্থিত এলাকাবাসী সৈয়দ জমিরুল হকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তার বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দ আকবর আলী, কমরু খান, মনোহর কাজী, কারী আব্দুল কদ্দুছ, কবির আহমদ হিরা, জমির খান, রাজু আহমদ, লিটন খান, আসদ্দর কাজী,আব্দুল বাসিত, রুফল মিয়া, সদাগর খা, সালেহ আহমদ তালুকদার প্রমুখ।