দিরাইয়ে নদীতে জাল ফেলে মিলল বৃদ্ধের লাশ
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাইয়ে নদীতে জাল ফেলে বৃদ্ধ নগেন্দ্র বর্মণ (৭০)-এর লাশ উদ্ধার করেছে স্বজনরা। রবিবার ভোররাত ৪টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাড়ির পাশের কালিনী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত নরেশ বর্মনের পুত্র।
পরিবারের লোকেরা জানায়, গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঘর থেকে বেরিয়ে যান নগেন্দ্র বর্মন। যাবার সময় বলে যান ফিরতে দেরী হবে। ফিরে এসে রাতের খাবার খাবেন। এরপর অনেক রাত পর্যন্ত তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে বড় ছেলে নকুল বর্মন মাছ ধরতে যাবার জন্য ঘুম থেকে উঠে নগেন্দ্র বর্মনের কক্ষের দরজা খোলা দেখতে পান। তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজনকে ডেকে তুলেন। খোঁজাখুজি করে নদীর ঘাটে নগেন্দ্র বর্মনের জুতা দেখতে পান। এসময় নদীতে জাল ফেলে নগেন্দ্র বর্মনের লাশ পাওয়া যায়।
নকুল বর্মন বলেন, আমার বাবাও আমাদের সাথে জাল বাইতে যান। সম্ভবত তিনি নৌকার পানি সেচ করতে গিয়েছিলেন।
৪ ছেলে ও ১ মেয়ের পিতা নগেন্দ্র বর্মনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ইউপি সদস্য সুকেশ বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।