দিরাইয়ে সম্প্রীতির র্যালি না করেই ফটোশপে যুবলীগের ভুয়া প্রচারণা!

নিজস্ব প্রতিবেদক ::
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত মঙ্গলবার দেশব্যাপী শান্তি ও সম্প্রীতির র্যালি করেছে যুবলীগ। সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগের একাংশ কেন্দ্রীয় ওই কর্মসূচি পালন না করেই যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করা র্যালির একটি ছবি ফটোশপের মাধ্যমে তাতে শান্তি ও সম্প্রীতির র্যালির ব্যানার যুক্ত করে প্রচারণা চালায় এমন অভিযোগ পাওয়া গেছে। ‘জাগো ভাটি নামে স্থানীয় একটি নিউজ পোর্টালে ‘দিরাইয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবলীগের প্রতিবাদ র্যালি’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। সংবাদে বলা হয় দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে সারাদেশের ন্যায় দিরাইয়ে প্রতিবাদ র্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে যুবলীগ। পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় যুবলীগের বিভিন্ন পদপদবীতে থাকা কয়েক নেতা উপস্থিত ছিলেন বলে সংবাদে উল্লেখ করা হয়।
ওই নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদকের করা সংবাদটি দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সহ আরও কিছু নেতাকর্মীকে তাদের আইডি থেকে ফেসবুকে শেয়ার করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় যুবলীগের অপর অংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও হাসির খোরাক যুগিয়েছে সাধারণ মানুষের। প্রচারণার ছবির সামনের সারিতে থাকা ও সংবাদে কর্মসূচিতে উপস্থিতি দেখানো দিরাই যুবলীগের দায়িত্বশীল কয়েক নেতা এ ধরনের কর্মসূচিতে তারা অংশ নেননি বলে জানিয়েছেন। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন কেউ কেউ।
জানা যায়, সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগ কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রের নির্দেশনামতে যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরীর নেতৃত্বে দিরাই পৌর শহরে র্যালি ও সম্প্রীতি সমাবেশ হয়। তবে ড. জয়া সেনগুপ্তা এমপির অনুসারী দিরাই উপজেলা ও পৌর যুবলীগ একাংশের কেন্দ্রীয় ওই কর্মসূচী পালনের কোন খবর পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার রাতে সংবাদটি প্রচারিত হয়। অনুসন্ধানে জানা যায়, সংবাদে ব্যবহৃত ছবিটি যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের।
যুবলীগ নেতা রায়হান মিয়া বলেন, মেয়র বিশ্বজিৎ রায়ের বর্তমানে মুখভর্তি দাড়ি রয়েছে। সম্প্রীতি র্যালিতে ব্যবহার করা ছবিটিতে দেখা যায় তিনি ক্লিন শেভ। রাজনৈতিক কর্মসূচি নিয়ে এমন ভাঁওতাবাজি দিরাইয়ে বিরল।
যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনামতে আমরা সম্প্রীতি সমাবেশ ও র্যালি করেছি। কর্মসূচি পালন না করে কিছু নামধারী যুবলীগ নেতা আমাদের ব্যানার পুরোনো ছবিতে ফটোশপে যুক্ত করে ভুয়া প্রচারণার মাধ্যমে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।
দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় বলেন, ওইদিন চিকিৎসার প্রয়োজনে আমি এলাকার বাইরে ছিলাম। আমার তত্ত্বাবধানে দিরাই যুবলীগ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী র্যালি ও সম্প্রীতি সমাবেশ করেছে। একটা সংবাদে দেখলাম মেয়র বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে নাকি সম্প্রীতি র্যালি ও সমাবেশ হয়েছে। কতিপয় নামধারী যুবলীগ নেতাকর্মী কর্মসূচি পালন না করেই প্রতিষ্ঠা বার্ষিকীর পুরোনো ছবি ফটোশপ করে সম্প্রীতি র্যালির সংবাদ প্রচার করে। এটা অত্যন্ত লজ্জার। এতে যুবলীগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। এই যুবলীগ নেতারাই দিরাইয়ে হেফাজতের সমাবেশে পৃষ্ঠপোষকতা, ভলান্টিয়ারের দায়িত্ব পালন ও মঞ্চে বক্তৃতা দিয়েছিল। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় যুবলীগকে অবহিত করা হবে।
এ বিষয়ে জানতে যুবলীগ নেতা ও দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।