ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অাপত্তিকর মন্তব্য, শাল্লায় যুবক গ্রেফতার
শাল্লা সংবাদাতা– সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অাপত্তিকর মন্তব্য পোস্ট করায় হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম অসিত বরন দাস(১৯)। সে শাল্লা উপজেলার দাউদ পুর গ্রামের বিধু বরন দাসের ছেলে।বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার অাবু সুফিয়ানের নেতৃত্বে দিরাই ও শাল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে শাল্লার দাউদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। পরে শাল্লা থানা পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা অাইনে দায়ের করা মামলায় অাদালতের মাধ্যমে অসিতকে জেল হাজতে প্রেরন করেছে। থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদপুর গ্রামের অসিত বরন দাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অাইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অাপত্তিকর মন্তব্য লিখে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির অাগেই অাইনশৃঙ্খলা বাহিনীর নজরে অাসে। তাৎক্ষণিক উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দিরাই ও শাল্লা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অসিত বরনকে গ্রেফতারে অভিযানে নামে। বৃহস্পতিবার রাতেই স্থানীয়দের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। দিরাই ও শাল্লা থানার অফিসার ইনচার্জ অাজিজুর রহমান ও অামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসিত বরন দাসের ফেইসবুকের অাপত্তিকর লেখাটি অামাদের নজরে অাসার পর তাৎক্ষণিক ভাবে উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার অাবু সুফিয়ানের নেতৃত্বে অভিযান চালিয়ে অামরা তাকে অাটক করতে সক্ষম হই। শুক্রবার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।