দিরাইয়ে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ হয়েছে। শনিবার দুপুর ১টায় দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মতিউর রহমান বলেন, বর্তমান সরকার উন্নয়নের অগ্রদূত হয়ে কাজ করছে। আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে এই সরকারকে জনগণ কতোটা ভালোবাসে। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে স্বার্থের জন্য বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছেন এক আমলা মন্ত্রী। উন্নয়নকে গতিশীল করার নামে সুনামগঞ্জের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। তিনি উন্নয়ন ও সম্প্রীতিকে ভুলে গিয়ে এলাকায় এলাকায় গিয়ে দলের বিভক্তির সৃষ্টি করছেন। জেলা কমিটিকে অবগত না করেই জেলার বিভিন্ন স্থানে প্রোগাম রাখছেন এবং সম্প্রীতিকে বিনষ্ট করছেন।
দিরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থ ভূমি দিরাই উপজেলা। সুরঞ্জিত সেনগুপ্ত তার প্রাণের দিরাই শাল্লাবাসীকে সম্প্রীতি আর ভালবাসায় জড়িয়ে রেখেছিলেন। তার ধারাবাহিকতায় উনার সহধর্মিণী বর্তমান সাংসদ ড. জয়া সেনগুপ্তাও জীবন বাজি রেখে ছুটে বেড়িয়েছেন দিরাই শাল্লার প্রতিটি মানুষদের ঘরে ঘরে। আজ তিনি অসুস্থ থাকায় কিছু কুচক্রী মহল স্বার্থান্বেষী হয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের নাম বেচে যারা আঙুল ফুলে কলাগাছ নয় বটগাছ হয়েছেন, তারা আজ নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, সহসভাপতি নোমান বখত পলিন, সদস্য আলতাব উদ্দীন, দিরাই উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সিরাজ উদ দৌলা, দিরাই উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট অভিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান সেন্টু সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।