দিরাইয়ে বৃদ্ধ সিরু তালুকদারের মৃত্যু, দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে সিরু তালুকদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে গ্রামের বিবদমান দু’পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। একই সাথে ঘটনার সত্যতা উদঘাটনে দাবি জানিয়েছেন দু’পক্ষই। সিরু তালুকদার উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের গণকা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
মৃত বৃদ্ধের স্বজনদের দাবি, গত সোমবার ভাটিপাড়ায় জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত হন সিরু তালুকদার। সংঘর্ষে আহত হবার কারণেই মারা গেছেন তিনি। তবে প্রতিপক্ষরা বলছেন, সংঘর্ষে আহত হয়ে মৃত্যু হয়নি সিরু তালুকদারের। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টের রোগী হয়ে শয্যাশায়ী ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, হত্যা না আত্মহত্যা তদন্ত করলে বেরিয়ে আসবে।
বৃদ্ধের স্ত্রী আমিয়া বেগম বলেন, আমার স্বামী দুবছর ধরে শ্বাসকষ্টের রোগী। তবে তিনি শয্যাশায়ী ছিলেন না। বাড়ির আশপাশে হাঁটাচলা করতেন। গত সোমবার মারামারির সময় তিনি ঘটনাস্থলের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় তার বুকে ইটার (ঢিল) আঘাত লাগে। আমার আহত স্বামীকে প্রতিপক্ষের বাধায় চিকিৎসা করাতে নিয়ে যেতে পারিনি। বিনা চিকিৎসায় ভোরে তিনি মারা গেছেন।অন্যদিকে অপর পক্ষের সুহেদ মিয়া বলেন, গত সোমবার ওদের হামলায় আমার ভাই রুহেদ মিয়া খুন হয়। আমাদের ২০/২৫ জন লোক আহত হয়। বিষয়টি ভিন্ন দিকে প্রবাহিত করতে সিরু তালুকদারের স্বাভাবিক মৃত্যু নিয়ে ষড়যন্ত্র করছে তারা। তিনি বলেন, সিরু তালুকদার আহত হয়ে ৫ দিন চিকিৎসা নেননি কেন। সংঘর্ষের পর থেকেই এখন পর্যন্ত গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা চিকিৎসায় নিয়ে যেতে বাধা দিয়েছি একথার ভিত্তি নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবী জানান তিনি।
জানা যায়, ভাটিপাড়া ইউনিয়নের উদীর হাওর জলমহালের পাশে মালিকানাধীন জমিতে ডাকবাঁধ দেয়াকে কেন্দ্র করে জলমহালের অলিখিত ইজারাদার দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও জমি মালিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সহসভাপতি কাজল নূরের লোকজনের মধ্যে গত সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন কাজল নূরের চাচাতো ভাই রুহেদ মিয়া। এছাড়া অন্তত: ৩০ জন আহত হন। সংঘর্ষের পরপর প্রদীপ রায় গ্রুপের শাহআলম দ্বীপ, ইউপি সদস্য রুহেল তালুকদার ও তাদের কয়েক স্বজনদের বাড়িতে ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অপর পক্ষ। রুহেদ হত্যার ঘটনায় তার ভাই সুহেদ মিয়া বাদী হয়ে গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় সহ ৭৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরআগে ২০১৭ সালে দিরাই উপজেলার জারলিয়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষে তিনজন খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী প্রদীপ রায়। তিনি ওই মামলায় বর্তমানে জামিনে আছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, সিরু তালুকদারের মৃত্যু নিয়ে পরিবারের লোক অভিযোগ করায় ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।