দিরাইয়ে ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগ সভাপতি খুন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বসত বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. লেচু মিয়া (৩০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটি ধল গ্রামের মৃত হামিদ আলীর ছেলে ও ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সোমবার (৫ জুলাই) তাড়ল ইউনিয়নের ধল বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার পর লেচু মিয়াকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী জেন্টু মিয়া গংদের সাথে পূর্ব বিরোধ ছিল নিহত যুবলীগ নেতার। ঘটনার দিন সকালে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে সোমবার বেলা ১১ টার দিকে স্থানীয় ধল বাজারে একটি সেলুনে লেচু মিয়াকে হামলা চালায় জেন্টু ও তার সহযোগীরা। এসময় জেন্টু মিয়ার ছুরিকাঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন লেচু মিয়া।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে দিরাই থানা পুলিশ। দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতকদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।