দুই দিনের রিমান্ডে দিরাই আ’লীগের সেক্রেটারি প্রদীপ রায়
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে রুহেদ হত্যা মামলার প্রধান আসামী দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার প্রদীপ রায়কে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খালেদ মিয়া প্রদীপ রায়ের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রুহেদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজ। নিহত রুহেদ মিয়ার স্বজনরা প্রদীপ রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আদালত চত্বরে মানববন্ধন করেছে।
এরআগে শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে সিলেট শহরের মদিনা মার্কেট এলাকা থেকে র্যাব৯-এর একটি দল প্রদীপ রায়কে গ্রেপ্তার করে রাতেই দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহালের অলিখিত ইজারাদার প্রদীপ রায় গ্রুপের সঙ্গে জলমহালের পার্শ্ববর্তী জমির মালিক আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা কাজল নুরের লোকজনের মধ্যে মালিকানা জমিতে ডাকবাঁধ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কাজল নূরের চাচাতো ভাই রুহেদ মিয়া (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই সুহেদ মিয়া বাদী হয়ে প্রদীপ রায়কে প্রধান আসামী করে ৭৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরআগে ২০১৭ সালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩জন নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলারও অন্যতম আসামী প্রদীপ রায়। বিচারাধীন ওই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন।