দিরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
স্টাফ রিপোর্টার :: ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানকে সামনে রেখে দিরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে দিরাই থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওসি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও ওসি তদন্ত আকরাম আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে কমিউনিটি পুলিশিং ফোরাম। তারা প্রতিনিয়ত ছোট ছোট কাজ করে যাচ্ছে, যা একদিন অনেক বড় সাফল্যে রূপ নেবে ।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে সমাজের মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ অবদান রাখা যাবে বলে আমরা মনে করি।