দিরাইয়ে ছয়পাড়া বাজারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: শ্রী শ্রী কালী পূজার মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর ইউনিয়নের ছয়পাড়া বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ইউনিয়নের পশ্চিমের শেষ প্রান্তের সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত ছয়টি গ্রাম বলনপুর, আলীপুর, পুরন্দরপুর, দুর্লভপুর, কুড়ি, জগন্নাথপুরের লোকজনের সম্মিলিত উদ্যোগে বাজারটি প্রতিষ্ঠা লাভ করেছে।
বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে বাজারে স্থাপিত শ্রীশ্রী কালী মন্দিরে পূজা উদযাপনের মধ্য দিয়ে বাজারটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধন উপলক্ষে দুপুরে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার সহ বাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রতিটি দোকানে বিদ্যুত সংযোগ নিশ্চিত করা হয়।
ছয়পাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জ্যোতিষ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সঞ্চয় চৌধুরী বাজারটির কার্যক্রম সচল রাখতে এলাকাবাসীসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি সহযোগিতা কামনা করেন।
বাজারটিতে মোট ৪২ টি দোকানকোটা রয়েছে।