জাতীয়

লোকসংস্কৃতিতে সুনামগঞ্জের সুনাম বিশ্বব্যাপী – সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, শাহ আবদুল করিম দেশের গর্ব। তাঁর সুনাম আজ বিশ্বময়। লোকসংস্কৃতিতে সুনামগঞ্জের সুনাম বিশ্বব্যাপী। হাছন রাজা, আব্দুল করিম, রাধারমণসহ অসংখ্য গুণী মানুষ সুনামগঞ্জের মাটিতে জন্ম নিয়েছেন। তাঁরা গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন।
দিরাইয়ে দ্রুত শাহ আবদুল করিম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রখ্যাত ২২ লোককবির নামে স্মৃতি জাদুঘর নির্মিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় ওই ২২ গুণি মানুষের ভিটেমাটি পরিদর্শন করছি আমি।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলার উজান ধল গ্রামে বাউল শাহ আবদুল করিমের ভিটেমাটি পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী কেএম খালিদ। এরআগে সকালে তিনি ধামাইল গানের জনক রাধারমণের বাড়ি জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রাম পরিদর্শন করেন।
সফরকালে তার সঙ্গে ছিলেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আলতাফ হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, ওসি মো. আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হোসেন, করিম পুত্র শাহ নূরজালাল সহ স্থানীয় সংস্কৃতি কর্মীরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap