দিরাইয়ে সংঘর্ষের এক মাস পর আদালতে হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার এক মাস পর আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৮ অক্টোবর দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সহসভাপতি কাজল নূরের লোকজনের মধ্যে ভাটিপাড়া গ্রামের পাশের উদির হাওর জলমহাল সংলগ্ন মালিকানাধীন জমিতে ডাঁকবান দেয়াকে কেন্দ্র করে ওই সংঘর্ষটি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় কাজল নূরের চাচাতো ভাই রুয়েদ মিয়া। রুয়েদ হত্যার ৪দিন পর দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে প্রধান আসামী করে মোট ৭৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত রুয়েদ মিয়ার ভাই সুয়েদ মিয়া। ওই মামলায় ২৯ অক্টোবর প্রদীপ রায়কে সিলেট থেকে র্যাব আটক করে দিরাই থানা পুলিশে সোপর্দ করে। দুই দিনের রিমান্ড ও ১সপ্তাহের অধিক হাজতবাস শেষে বর্তমানে তিনি জামিনে আছেন।
ভাটিপাড়ায় সংঘর্ষের ৬দিন পর ২৩ অক্টোবর সকালে ভাটিপাড়া গণকা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে বৃদ্ধ সিরু তালুকদার (৭০) নিজ বাড়িতে মারা যান। সিরু তালুকদার সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন পরিবারের লোকেরা এমন অভিযোগ তুললে সিরু তালুকদারের ময়নাতদন্ত সম্পন্ন করে দিরাই থানা পুলিশ।
মারা যাওয়ার ২৪ দিন পর সিরু তালুকদার সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন এমন অভিযোগ এনে দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধান আসামী করে মোট ৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার দিরাই থানায় মামলাটি রুজু করা হয়।
আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিহতের ভাতিজা মো: শরিফের আবেদনের প্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম অভিযোগটি এফ আই আর গণ্যে রুজু করত: তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দিরাই থানার ওসিকে নির্দেশ দেন। দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, সিরু তালুকদারের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।