সারাদেশ

দোয়ারাবাজারে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ

কলম শক্তি ডেস্ক ঃ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন: উপজেলার আইমা নোয়াগাও গ্রামের বশির উদ্দিনের ছেলে তারা মিয়া। সে ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই উপজেলার সাউদেরগাও গ্রামের নূর আহমদের ছেলে আব্দুল ওয়াহিদ। সে একবছরের সাজাপ্রাপ্ত আসামি। ওসি মোহাম্মদ নাজির আলম জানান, তারা মিয়া যৌতুকের মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও আব্দুল ওয়াহিদ প্রতারণা মামলা একবছরের সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap