দিরাইয়ে সহজ মানুষ পরিবারের বৃক্ষরোপন

দিরাই প্রতিনিধি ::
ফেইসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান
সহজ মানুষের ৭০০ তম পর্ব পূর্তি উপলক্ষে সহজ মানুষ পরিবার দিরাইয়ের পক্ষ থেকে গাছের চারা রোপন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব। দিরাই পৌরসভাস্থ সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউটে বনজ ফলজ ও ঔষধি গাছের ৫৫টি চারা রোপন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, প্রভাষক আরিফুল ইসলাম, দিরাই সহজ মানুষ পরিবারের সদস্য জয়ন্ত কুমার সরকার, শিক্ষক দীপিকা দাস, দীপ্তি তালুকদার, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশুশিল্পী মহাশ্বেতা তালুকদার রাই, অয়ন তালুকদার জিৎ, রাজ তালুকদার প্রমুখ।
সহজ মানুষ অনলাইন লাইভ অনুষ্ঠানের সঞ্চালক ও পরিচালক খ্যাতনামা আবৃত্তিগুরু ও কবি রবিশংকর মৈত্রীর প্রাণবিক পৃথিবীর জন্য প্রার্থনা বইয়ের মূল প্রবন্ধ ‘প্রাণবিক পৃথিবীর জন্য প্রার্থনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এর অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ও সংস্কৃতিকর্মী জয়ন্ত কুমার সরকার বলেন, ফ্রান্স প্রবাসী রবিশংকর মৈত্রী এ দেশে থাকাকালীন সময়ে একজন জাতীয় মানের সঞ্চালক ও আবৃত্তি শিল্পী ছিলেন। উনি করোনাকালীন সময়ে সহজ মানুষ নামে ফেইসবুক লাইভ শুরু করেন। এটি সময়ের পরিক্রমায় আজ ৭০০তম পর্ব অতিক্রম করছে। সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মধ্যে অপূর্ব এক মেলবন্ধন সৃষ্টি করেছেন।