জনতার মুখোমুখি ইউপি চেয়ারম্যান প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক :: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে আয়োজিত হয়েছে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ নামের একটি আলোচনা সভা। তাতে জনসাধারণের সঙ্গে আলোচনায় বসেছেন উপজেলার কুলঞ্জ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আট চেয়ারম্যানপ্রার্থীর ৬জন।
উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে বৃহস্পতিবার বিকাল ৪টায় এই সভা হয়। ‘আমার ভোট আমি দেবো, সৎ ও দক্ষ লোককে দেবো’ এই প্রতিপাদ্য নিয়ে অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ‘কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ ওই সভার আয়োজন করে। এতে স্থানীয়রা সরাসরি প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরেন। প্রার্থীরাও তাদের নানা আশ্বাস দেন।
সভায় উপস্থিত স্থানীয় একাধিক ভোটার বলেন, ‘ভোটের সময় প্রতিশ্রুতি দেয়া হয়, কিন্তু নির্বাচিত হলে সেভাবে আমাদের খোঁজখবর রাখেন না জনপ্রতিনিধিরা। আজকে জনতার মুখোমুখি জনপ্রতিনিধিরা। আমরা আমাদের চাওয়া তাদের সামনে তুলে ধরেছি। ‘সরকার থেকে যেসব অনুদান দেয় সেগুলা যেন সঠিকভাবে আমাদের দেয়া হয়, এ কথাও বলেছি। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা আমাদের কথা দিয়েছেন আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে এমন একটা আয়োজন করায়।’
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান তালুকদার স্থানীয়দের নানা প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি বর্তমান চেয়ারম্যান। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার অর্পিত দায়িত্ব পালনে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। মাদক নির্মূল করা, রাস্তা-ঘাট, বয়স্কভাতা নিশ্চিত, বাল্যবিয়েরোধসহ চেষ্টা করেছি আপনাদের জন্য কাজ করার। আবার আমি নির্বাচিত হলে আপনাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।’
সভায় চেয়ারম্যান প্রার্থী মো. আনহার মিয়া, মো. আলাউর রহমান তালুকদার, মো. একরার হোসেন, মো. চাঁন মিয়া চৌধুরী, মো. আবু সালেহ বক্তব্য রাখেন।
কুলঞ্জ অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন যুক্তরাজ্য প্রবাসী সাব্বির খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, গ্রুপের এডমিন মো. আখলাক হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডমিন মো. দিদার আহমদ, এসএম উমেদ আলী।
সভাপতির বক্তব্যে সাব্বির খান বলেন, ‘এমন একটি আয়োজন সকল ইউনিয়নে হওয়া উচিত। এর মাধ্যমে জনগণ তাদের কথা তুলে ধরতে পারছে জনপ্রতিনিধির কাছে।’
উল্লেখ্য, সৎ জনপ্রতিনিধি নির্বাচনের স্থানীয় ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের আয়োজনে দুইটি রচনা প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।