বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা

যুক্তরাজ্য প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ডিসেম্বর) লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় হোয়াটসঅ্যাপল-এর লিই মেডিসিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শাহ সানাউর হোসাইন।
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদারের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, সংগঠনের সহ-সভাপতি আনসার আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আরমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাস্টার আমির উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, মামুনুর রশীদ এম বি ই, খালেদ রেজা খান। বক্তব্য রাখেন ডক্টর উদ্দিন, ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক জাকির হোসেন সেলিম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম খায়ের, সহ-সভাপতি ফারুক আহমেদ জিলু, সহ সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আব্দুস শহীদ। উপস্থিত ছিলেন ময়না মিয়া, জাকারিয়া, ছরুয়ার, শায়েক আহমেদ, মির্জা পারভেজ, আলী আহমেদ, যুবলীগ নেতা দুলার আলম, লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসাইন, যুবলীগ নেতা স্বপন মিয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার কামাল দুলাল, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সলিসিটর শাহিনা চৌধুরী, বাবলি আক্তার, মিসবাহ আহমেদ, সহ-সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
সভায় বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী নিয়ে নিয়ে দীর্ঘ আলোচনা করেন বক্তারা। স্বাধীনতার জন্য যারা ত্যাগী সুনামগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, হুমায়ুন রশীদ চৌধুরী, হোসেন বক্ত, আব্দুল হাকিম চৌধুরী সুজাত আহমেদ চৌধুরী, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, টেকেরঘাটের সাব-সেক্টর কমান্ডার সালেহ চৌধুরী সহ শহীদদের রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।