সারাদেশ

দিরাইয়ে ভোট জালিয়াতির অভিযোগ এনে আট গ্রামের মানুষের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮ ও ৯ নং ওয়ার্ডে ভোট জালিয়াতির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আটটি গ্রামের মানুষ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ইউনিয়নের বোয়ালিয়া বাজার শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসির আয়োজনে সুবোধ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং প্রবাল তালুকদার ভক্তের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শাহনুর আলম, নব নির্বাচিত ইউপি সদস্য ইলিয়াছ মিয়া, স্থানীয় সুশীল দাস, রুপ মিয়া, বকুল দাস, সাত্তার মিয়া, সিকদার মিয়া, নানু মিয়া, মতিন মিয়া প্রমুখ।
ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল করে ভোট চুরির অভিযোগ তুলে বক্তারা বলেন, আট ও নয় নম্বর ওয়ার্ডে নৌকার কর্মী গলিশাল গ্রামের জুয়েলের নেতৃত্বে সংবদ্ধভাবে একটি গ্রুপ ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল করে ভোট চুরি করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী পবিত্র মোহন দাসের সমর্থকরা প্রতিবাদ করতে চাইলে তারা বাধা প্রদান করে কেন্দ্রে ঢুকতে দেয়নি। গলিশাল কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মী পেশীশক্তির জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তিপ্রিয় মানুষদের ভোট দিতে দেয়নি। ভবিষ্যতে এই কেন্দ্র পরিবর্তন করার দাবী জানিয়ে বক্তারা বলেন, সংখ্যালঘুদের ভোট প্রদানের সুযোগ দিতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন বক্তারা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap