রাজনীতি

নিয়ম ভেঙে ননদ জামাইয়ের নৌকার প্রচারণায় এমপি

নিজস্ব প্রতিবেদক :: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নিয়ম ভঙ্গ করে ননদ জামাইয়ের সমর্থনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সিলেট-সুনামগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। পছন্দের প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রকাশ্যে গণসংযোগ করায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও সাধারন ভোটাররা।গত সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দাউদপুর বাজার ও সুরমা গ্রামে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হকের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি। এমদাদুল হককে আপন ননদ জামাই উল্লেখ করে বক্তব্যে এমপি শামীমা শাহরিয়ার বলেন,  আমরা আরও দুই বছর ক্ষমতায় আছি। এরপর আল্লাহ যদি কপালে রাখেন থাকবো। নাও থাকতে পারি, কারণ গণতান্ত্রিক দেশ। তবে যেহেতু আমরা আরও দুই আড়াই বছর ক্ষমতায় আছি, তাহলে কি আপনাদের উচিৎ না এই সরকারকে মুল্যায়ন করা। নাকি আমরা ভুল পথে হাঁটবো। তিনি বলেন, একরাতে মুরগি, গরুর মাংস আইনা খাইলেই কিন্তু টাকা শেষ। কিন্তু পরবর্তীতে পাঁচটি বছর আপনারা উন্নয়ন থেকে ব্যাহত থাকবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমলে রাখতে হবে। এমপি বলেন, উন্নয়নটা কিন্তু ধারাবাহিক ভাবে হয়। এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। তাই উচিৎ হলো এই জায়গা পর্যন্ত যাতে আসতে পারে সে পথটা মসৃণ করে দেয়া। জানা যায়, এরআগে গত ২৫ ডিসেম্বর ইউপি নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যদের অংশ নেয়ার বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে এমপিদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
সরকার দলের একজন এমপি  আচরণ বিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নেয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ভোটাররা।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আন নোমান বলেন, ক্ষমতাসীন দলের একজন এমপি নিয়ম ভঙ্গ করে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। কাজেই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় থাকাটা স্বাভাবিক।এ বিষয়ে অ্যাডভোকেট শামীমা শাহরিয়ারের মুঠোফোনে বলেন, আমার মামা শশুরের গ্রাম এটি। আমার মামী খুব অসুস্থ। উনাকে দেখতেই এখানে আসা। আমি চলে যাবো। উঠান বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমাকে দেখে কিছু মানুষ জড়ো হয়েছিল। তবে আমি কোন নির্বাচনী প্রচারণা চালাইনি।সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। লিখিত অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap