সিলেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
বিশেষ প্রতিনিধিঃ-
মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, সম্মাননা প্রদান ও আলোচনা সভা আয়োজন করা হয় ৩১শে ডিসেম্বর ২০২১ইং শুক্রবার সন্ধ্যা ৬ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে। সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পদাক ও বর্তমান উপদেষ্টাতা সুয়েজ হোসেন এর পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আব্দুল গফুর রাজু। কোরআন তেলাওয়াত শেষে উক্ত অনুষ্টানে সবাই সম্মাননা সহিত জাতীয় সংঙ্গীত পাঠ করেন। সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিলেট বিভাগের পরিচালক লেঃ কর্ণেল আবু মূসা মোঃ শরীফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলার বিয়ানী বাজার উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সিলেটের বেঞ্চ সহকারী এবং বিশিষ্ট কলামিষ্ট ও লেখক মোহাম্মদ ছয়েফ উদ্দিন, বিশিষ্ট লেখব ও শিশুসাহিত্যিক শাহাদত বখ্ত শাহেদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি জনাব খায়রুল আলম সুমন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাহিত্য বিষয়ক সম্পাদক আবদুল করিম, সদস্য দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, তৌফিকুর রহমান হাবিব, রুহুল আমিন তালুকদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিলেট বিভাগের লেঃ কর্ণেল আবু মূসা মোঃ শরীফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তোলে ধরতে হবে। একটি উন্নয়নশীল সুন্দর দেশ গড়তে সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেন আমরা চাই মুক্তিযোদ্ধের চেতনার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাক এবং দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা, আমি আশা করি সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সকল সংবাদকর্মীরা সঠিক সংবাদের মাধ্যমে এগিয়ে যাবে। সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি খায়রুল আলম সুমন বলেন চারটি জেলার সুবিধা বঞ্চিত বঞ্চিত অসহায়েদর সাংবাদিকদের নিয়ে সিলেট বিভাগীয় প্রেসক্লাব গঠিত আমরা এখন পর্যন্ত কোন ধরনের সরকারী বা বেসরকারি কোন আর্থিক অনুদান এখন পর্যন্ত আমরা পাইনি। তবে অন্যান্য প্রেসক্লাব সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন।
শেষে বীর সূর্যসন্তানদের হাতে সম্মাননা স্মারক তোলে দেয়া হয়।