বিবাহ বার্ষিকীতে শাল্লার ইউএনও’র মানবিক সহায়তা

কলম শক্তি ডেস্ক ::- করোনা মহামারির কারণে কোনোরূপ আনুষ্ঠানিকতা না করে বিবাহ বার্ষিকীতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা দূ:স্থ নারী-পুরুষদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছেন। সোমবার ১০ মে ছিল শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন ও আফরোজা পারভীন তুহিনের বিবাহ বার্ষিকী। ওই দম্পতি প্রতি বছর বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে আসছেন। কিন্তু এবছর ওইদিনটির আনন্দ ভাগ করতে গিয়ে তারা ১০জন দরিদ্র মহিলা ও ১০জন পুরুষকে পরিধেয় বস্ত্র উপহার দিয়েছেন। সোমবার ১০ মে বেলা ২টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ ফজলুল করিম, ভূমি অফিসের নাজির মোঃ সামছুদ্দোহা, উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারি সলিল তালুকদার ও বিভিন্ন সংবাদকর্মীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন ও তাঁর স্ত্রী আফরোজা পারভীন তুহিন সরকারী বাসভবনে ২০জন দূ:স্থ নারী-পুরুষের মাঝে ১টি করে শাড়ী ও ১টি করে লুঙ্গি বিতরণ করেন।