জাতীয়

দিরাইয়ে বেসরকারি এতিমখানার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বেসরকারি এতিমখানার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দিরাই পৌর সদরের ফি-মেইল একাডীতে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। ফিমেইল একাডেমী দিরাই ও স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ঢাকার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত সচিব (অব.) আব্দুল করিম, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ইউএনও মাহমুদুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ মোহন চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, অভিভাবক ইমরান হোসাইন প্রমুখ। সাংবাদিক শামসুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ফি-মেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, ওসি মো. আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মো: আখতার হোসেন বলেন, ‘মানসম্মত জীবন গড়তে হলে কারিগরী জ্ঞান ও শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ফিমেইল একাডেমী এতিম নারী শিশুদের সুন্দর জীবন গড়ার সুযোগ করে দিচ্ছে। সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে সচিব বলেন, এ প্রতিষ্ঠানে শুধু পড়াশুনা করলে চলবে না, তাদেরকে কারিগরী জ্ঞান সম্বলিত শিক্ষা দিতে হবে। আমাদের দেশের কাজের সুযোগ রয়েছে, তাদেরকে প্রশিক্ষন দিয়ে কাজের উপযোগী করে তুলতে হবে।
অ২০০৬ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে এলাকার এতিম অসহায় সুবিধা বঞ্চিত মেয়েদের কল্যানে কাজ করছে ফিমেইল একাডেমি। বর্তমানে এখানে প্রায় ৫০০ শিক্ষার্থী প্রথম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত অধ্যয়তরত আছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap