খেলাধূলা

দিরাই সুপার লীগে চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ইলাভেন স্টার স্পোর্টিং ক্লাব

নিজস্ব প্রতিবেদক : দিরাই সুপার লীগ ২০২১-২০২২ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে দিরাইয়ের ঐতিহ্যবাহী ‘ইলাভেন স্টার স্পোর্টিং ক্লাব’। মাসব্যাপী চলা ওই আয়োজনে ১১টি দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার দিরাই হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইলাভেন স্টার স্পোর্টিং ক্লাব ও দিরাই স্পোর্টিং ক্লাব (ডিএসসি)। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে ইলাভেন স্টার। দলের ক্যাপ্টেন সাকিব ও মোমেন এর ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে দলটি। শেষ দিকে পাপ্পুর জড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৩ রানের বিশাল টার্গেট দাঁড় করায় ইলাভেন স্টার স্পোর্টিং ক্লাব।
টার্গেট তাড়া করতে নেমে দারুন শুরু করে ডিএসসি। নিয়মিত উইকেট হারালেও ওপেনার রনির ৪৪, শাহান ২৬ ও আমিনের করা ২৬ রানে ভর করে জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে যায় ডিএসসি। ইলাভেন স্টারের পেস বোলার মাহদী হাসান চৌধুরী ফাহিমের বোলিং তোপে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে ১রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ইলাভেন স্টার। ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন ইলাভেন স্টারের ফাহিম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইলাভেন স্টার ১৯২/৬ (১৬ ওভার)
সাকিব ৬৬, মোমেন ৪৪, পাপ্পু ২২*
সালমান ২ উইকেট, ওয়াহিদ ২ উইকেট।
ডিএসসি- ১৯১/১০
রনি ৪৪, শাহান ২৬, আমিন ২৬
ফাহিম ৫ উইকেট, তারেক ২ উইকেট

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap