হৃদয়ে মন্ডলপুর যুবসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ছাতক সংবাদদাতা :: ইউরোপ আমেরিকায় বসবাসরত ছাতক উপজেলার মন্ডলপুর গ্রামের একঝাঁক তরুণের সংগঠন “হৃদয়ে মন্ডলপুর যুবসংঘ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গত শুক্রবার হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ওই বৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সহকারী শিক্ষক হারুনুর রশীদের সভাপতিত্বে এবং আবু তাহের চিশতীর পরিচালনায় ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক দিনারুল ইসলাম।
সভা কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন, গ্রামের মুরুব্বি হাজী আব্দুল হান্নান, আব্দুর রব, মফস্সির আলী, ঝুনু মিয়া, ক্বারী আব্দুল জব্বার , ক্বারী আবু লায়েক, কবির আহমেদ, আব্দুল হক, আবুল বশর, প্রবাসী দিলোয়ার খান, রিপন মিয়া, ওয়ালিছ মিয়া, তাজির আহমদ প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন দবিরুল ইসলাম, গৌছ উদ্দিন খান, সামিউল হক ছায়াদ, কাজী ছায়াদ, আব্দুর রকিব, হাছিন মিয়া, শিক্ষক সুহেল আহমদ, সেচ্ছাসেবক ফোরামের সুজেল আহমদ ও শিক্ষার্থীদের পক্ষ হতে জসিম। বক্তারা আর্তমানবতার কাজে নিয়োজিত এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন, মন্ডলপুর সেচ্ছাসেবক ফোরামের দুলাল, আলিম উল্লাহ, আবু তাহের, ইলিয়াস, সোয়াইবুর, শহিদুল, তারেক, আমিন, সুজেল, আলী আহমদ, মুহিনুর জুরাইনসহ আরো অনেকেই।
সভায় সংগঠনের যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মিয়া এবং আবু সামাদ আমিরকে সংবর্ধিত করা হয়।