সারাদেশ

দিরাইয়ে একরাতে দুই গ্রামের ৮ বাড়িতে খড়ের গাদায় আগুন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে একরাতে অন্তত ৮ বাড়িতে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও ও বদলপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১টার দিকে নতুন কর্ণগাঁও গ্রামের রুমেল মিয়া, মছব্বির মিয়া, সিরাজ মিয়া, সাজ্জাদ মিয়া ও পার্শ্ববর্তী বদলপুর গ্রামের ছামির উদ্দিন, এওর মিয়া এবং মইনুল হকের বাড়ির আঙিনা ও আশপাশে থাকা খড়ের গাদায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গাদাজুড়ে। এ সময় আগুন দেখে লোকজন ঘর থেকে বেরিয়ে এসে নেভানোর চেষ্টা করেন। তার আগেই বেশিরভাগ গাদা পুড়ে ছাই হয়ে যায়।
নতুন কর্ণগাঁও বাজারের ব্যবসায়ী সদরুল ইসলাম বলেন, আগুন দেখে দিরাই ফায়ার সার্ভিসে ফোন দেই। কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন আসেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় একে একে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, একসাথে পৃথক ৮ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কখনোই স্বাভাবিক হতে পারে না। দুর্বৃত্তদের খোঁজে বের করার দাবী জানান তিনি।
রাতের আঁধারে দুই গ্রামের একাধিক খড়ের গাদায় পৃথক আগুনের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। একই সময়ে বিভিন্ন বাড়ির খড়ের গাদায় আগুনের ঘটনায় রহস্যেরও সৃষ্টি হয়েছে। লোকজন বলছেন, এটি সংঘবদ্ধ অপরাধ।
নতুন কর্ণগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত মছব্বির মিয়া বলেন, খেড়ের লাইছ ঘরসহ পুড়ে আমার ৭০হাজার টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে দুই গ্রামের ৮জায়গায় আগুনের ঘটনা সুপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, একই সময়ে এতগুলো বাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে আমরা সবাই চিন্তিত।
রবিবার সকালে দিরাই থানার এসআই আজিজুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পৃথক আট স্থানে খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন এসআই আজিজুর রহমান।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap