দিরাইয়ে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তুরজাহান (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে দিরাই- শ্যামারচর সড়কের মিলনবাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তুরজাহান উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর নোয়াহাটি গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুরজাহান তার চাচাতো বোন শিশু রুবাইয়া আক্তারকে নিয়ে ফুফুর বাড়ি পার্শ্ববর্তী নাসিরপুর থেকে নিজেদের বাড়িতে ফিরছিল। সড়কের পাশ ধরে যাওয়ার সময় শ্যামারচর হতে মিলন বাজারমুখী বেপরোয়া গতিতে আসা ইজিবাইকের ধাক্কায় মাথা তেতলে ঘটনাস্থলে নিহত হয় শিশু তুরজাহান। এ সময় তার সঙ্গে থাকা রুবাইয়াও গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত রুবাইয়া একই গ্রামের আজিজুর রহমানের মেয়ে।
শ্যামারচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে অপ্রাপ্তবয়স্ক ঘাতক চালক জাহানুর মিয়াকে (১৫) আটক করে স্থানীয় লোকজন এবং থানা পুলিশে খবর দেয়।
দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান ইজিবাইক চাপায় শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।