দিরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে প্যারী মোহন বৈষ্ণব ফাউন্ডেশনের অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ফেব্রুয়ারি দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামে প্যারী মোহন স্মৃতি মন্দির প্রাঙ্গণে প্রাথমিক হতে স্নাতক পর্যন্ত বিভিন্ন স্তরের স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি রাজ কুমার বৈষ্ণব, প্রাক্তন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী হর কুমার বৈষ্ণব (দিপু), ইন্দ্র কুমার বৈষ্ণব, আল্পনা বৈরাগী, লিটন বৈষ্ণব, জুয়েল বৈষ্ণব, কো-অর্ডিনেটর শিশির কুমার অধিকারী প্রমুখ।উল্লেখ্য প্যারী মোহন বৈষ্ণব ফাউন্ডেশন বিগত ২০০৫ ইং হতে এলাকার মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।